[west-bengal] - আসছেন মমতা, কোন্দল ঠেকাতে তৎপরতা
আর তিন দিন পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারে আসার কথা। তাতেও যেন থামছে না তৃণমূলের গোষ্ঠীকোন্দলে। এই অবস্থা চলতে থাকলে মুখ্যমন্ত্রী যে তা ভালভাবে নেবেন না তা বুঝতে পেরেই এ বার লড়াই থামাতে দলীয় কর্মী ও নেতাদের কাছে আবেদন করছেন তৃণমূলের শীর্ষনেতৃত্ব।
দলীয় সূত্রের খবর, দলের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ দফায় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করে সতর্ক করে দিচ্ছেন। যুব তৃণমূল সভাপতি তথা সাংসদ পার্থপ্রতিম রায় বুধবার সন্ধ্যায় তাঁর বাড়িতেই বৈঠক করে সংগঠনের নেতা-কর্মীদের সতর্ক করছেন। মুখে অবশ্য কেউই গোষ্ঠীকোন্দলের কথা স্বীকার করছেন না। রবীন্দ্রনাথবাবু বলেন, “গোষ্ঠীকোন্দলের ব্যাপার নেই। কিছু দুষ্কৃতী কিছু এলাকায় গণ্ডগোল করছেন। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। যারা গণ্ডগোল করছে তাদের অনেকেকেই পুলিশ গ্রেফতার করেছে।” পার্থবাবু বলেন, “যুব কর্মীরা কোথাও গণ্ডগোলে জড়িত নেই। রাতের অন্ধকারে মুখে কাপড় বেধে বেশ কিছু জায়গায় গন্ডগোল করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হচ্ছে। ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের সঙ্গে কথা বলেছি।”...
ফটো - http://v.duta.us/HzHQ3wAA
এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/Q4eBpQAA