[west-bengal] - পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে ধোঁয়াশা
রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়ে প্রয়াত। এ দিন সকালে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালের তরফে ঘোষণা করে দেওয়া হয়, পঙ্কজবাবু মারা গিয়েছেন। এর পর পঙ্কজবাবুকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের পারিবারিক চিকিৎসক তাঁকে পরীক্ষা করে জানান যে, পঙ্কজবাবুর হৃদস্পন্দন চলছে। এর পরেই ফের তাঁকে অন্য এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পঙ্কজ বন্দ্যোপাধ্যায় কোমায় রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
পঙ্কজ বন্দ্যোপাধ্যায়কে মৃত ঘোষণা করে হাসপাতাল তাঁর দেহ ছেড়ে দেওয়ায় বাংলার রাজনৈতিক শিবিরে শোকের ছায়া নেমেছিল। অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সৌগত রায়-সহ একের পর এক তৃণমূল নেতা পঙ্কজবাবুর বাড়িতে পৌঁছেছিলেন। টুইটারে শোক প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তা প্রকাশ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীও। কিন্তু, পারিবারিক চিকিৎসক পঙ্কজবাবুকে পরীক্ষা করার পরেই ছবিটা বদলে যায়। মুখ্যমন্ত্রী তাঁর টুইট ডিলিট করে দেন। পঙ্কজকে দ্রুত অন্য হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।...
ফটো - http://v.duta.us/P6SPpAAA
এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/EeSNXgAA