[bardhaman] - জল থইথই আদালতে ভিজল নথি

  |   Bardhamannews

জলের সঙ্গে যুঝতে এ বার প্রস্তুতি রয়েছে ভাল মতো, ২৪ ঘণ্টা আগেও এমন দাবি করেছিলেন প্রশাসনের কর্তারা। কিন্তু টানা ৪৮ ঘণ্টার বৃষ্টির পরে দেখা গিয়েছে, পশ্চিম বর্ধমানের নানা প্রান্তে প্রতি বছরের মতোই জল-যন্ত্রণা শুরু হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, আগেভাগে ব্যবস্থা না নেওয়াতেই এই হাল।

বাড়িতে জল রেলপাড়

প্রতি বছরই আসানসোলের রেলপাড়় জলে ভাসে। এ বার গাড়ুই নদী সংস্কার করে রেলপাড়ের জল-যন্ত্রণা রুখতে পদক্ষেপ করা হচ্ছে বলে দাবি করেছিল প্রশাসন। কিন্তু শুক্রবার দেখা গিয়েছে, গাড়ুইয়ের জল দু’পা়ড় ছাপিয়ে রেলপাড়ে ঢুকেছে। জলমগ্ন হয়েছে প্রায় শতাধিক বাড়ি। সকালে আজাদ বস্তি এলাকায় নদী দেখতে গিয়ে বেসামাল হয়ে জলে পড়ে যায় মহম্মদ সাদাম (১৭) নামে এক জন। পরে তার দেহ উদ্ধার করেন পুলিশ ও দমকলকর্মীরা।...

এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/4wjjPQAA

📲 Get Bardhamannews on Whatsapp 💬