[north-bengal] - মহিলাকে তুলে আছাড় হাতির

  |   North-Bengalnews

প্রায় ঘণ্টাখানেক বাজার ও পাড়ায় পাড়ায় দাপিয়ে জঙ্গলে ফেরার পথে এক মহিলাকে আছাড় দিয়ে মারল একটি দলছুট দাঁতাল হাতি। বুনোটির হামলায় গুরুতর জখম হয়েছেন এক যুবক-সহ পাঁচজন। গভীর রাতে হাতি দেখে দৌড়ে পালাতে গিয়ে হোঁচট খেয়ে জখম হয়েছেন দুই সিভিক ভলান্টিয়রও। বৃহস্পতিবার রাতে নকশালবাড়ি সদরের ঘটনা। শুক্রবার স্থানীয়েরা ক্ষতিপূরণের দাবিতে সোচ্চার হন। দন দফতরের তরফে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

মৃতার নাম মেহরা বানু (২৫)। তোতরাম জোতে তাঁর বাড়ি। হাতিটি দেখে এলাকার লোকজন বাইরে চলে এসেছিলেন। সেই সময় আচমকা মেহেরা বানু এবং নাথুলাল কুমার হাতিটির সামনে পড়ে যান। দু’জনকে পড়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। নাথুলাল-সহ তিন জন মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।...

এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/M3OxKAAA

📲 Get North-Bengalnews on Whatsapp 💬