[24-paraganas] - বাড়ছে মোটর ভ্যান, দূষিত হচ্ছে পরিবেশ
মোটর ভ্যানের সংখ্যা বাড়ছে। যাত্রী পরিবহণ থেকে শুরু করে মাল বহন— সব কাজেই মোটরচালিত এই যানের ব্যবহার হচ্ছে। কিন্তু এতে পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ।
জয়নগর, কুলতলি অঞ্চলে গত কয়েক মাসে মোটর ভ্যানের সংখ্যা বেড়েছে প্রচুর। কালো ধোঁয়া ছড়িয়ে ভ্যানগুলি যায়। পাশ থেকে গেলে চোখ, নাক জ্বালা করে। ডিজেল বা কাটাতেল এমনকী কেরোসিনেও চলে এই গাড়ি। যা থেকে দূষণ ছড়াচ্ছে প্রচুর মাত্রায়।
এক মোটরভ্যান চালকের কথায়, ‘‘এই ধরনের ভ্যানগুলির দাম কম। রক্ষণাবেক্ষণেরও তেমন খরচ নেই। ফলে অনেক সস্তায় পণ্য পরিবহণ করা যায়।’’ আজিজুল হক আগে গাড়ি চালাতেন। ইদানীং মোটর ভ্যান চালাচ্ছেন। আজিজুলের কথায়, ‘‘আগে গাড়িতে বছরে কয়েক হাজার টাকা শুধু বিমার পিছনেই খরচ হত। তারপরে দূষণ মুক্ত শংসাপত্র-সহ আরও অনেক খরচ ছিল। মোটর ভ্যানে এ সব ঝক্কি নেই।’’ রাখঢাক না রেখেই আজিজুল জানান, মোটর ভ্যানে কাগজপত্রেরও বালাই নেই।...
এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/98w1GgAA