[24-paraganas] - শাশুড়ির মাথা ফাটল লাঠির ঘায়ে, ধৃত বৌমা

  |   24-Paraganasnews

ঘাস কাটা নিয়ে শুরু হয় বচসা। অভিযোগ, এরপরেই শাশুড়িকে লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিল বড় বৌমা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার ভবানীপুর দাসপাড়ায়।

পুলিশ জানিয়েছে, রক্ত মাখা কপাল নিয়েই সুষমা বিশ্বাস নামে ওই বৃদ্ধাকে থানায় নিয়ে আসে তাঁর নাতি। ওই অবস্থাতেই পুলিশ গাড়ি করে নিয়ে গিয়ে তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করে। মালতি বিশ্বাস নামে অভিযুক্ত বৌমাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুবল বিশ্বাস ও সুষমার ছয় ছেলেমেয়ে। বড় ছেলে রামের স্ত্রী মালতি। বছর তিরিশ আগে সুবল এবং বারো বছর আগে বড় ছেলে রামের মৃত্যু হয়। তিন মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। সুষমা তাঁর দুই ছেলে কানাই, লক্ষ্মণ এবং বড় বৌমা মালতিকে নিয়ে থাকেন। ছোট ছেলে কানাই আবার অসুস্থ। অভাবের সংসারে সামান্য কারণে প্রায়ই অশান্তি লেগে থাকে। এ দিন দুপুরে তা বড় আকার নেয়।...

এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/I-R80gAA

📲 Get 24-Paraganasnews on Whatsapp 💬