[bardhaman] - উত্ত্যক্ত করত ধৃত, নালিশ পরিবারের

  |   Bardhamannews

উত্তরপ্রদেশ থেকে মাঝে-মধ্যেই দুর্গাপুরে আসত সে। খুনে অভিযুক্ত প্রদীপ চৌহান তাঁদের নানা রকম হুমকি দিত ও উত্ত্যক্ত করত বলে অভিযোগ নিহত তপন মুখোপাধ্যায়ের বাড়ির লোকজনের। পুলিশের দাবি, প্রদীপ অবশ্য জেরায় জানিয়েছে, ওই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল।

ভিড়িঙ্গি হাইস্কুলের প্রাক্তন গ্রন্থাগারিক তপনবাবুর স্ত্রী সুনন্দাদেবী বলেন, ‘‘আমার মেয়ের সঙ্গে ফোনে প্রদীপের যোগাযোগ হয়। ওর নিয়মিত হুমকিতে আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছিলেন। ও আমাদের আতঙ্কে রেখেছে।’’ তাঁর দাবি, তাঁদের বড় বাড়ি, সম্পত্তির লোভে মরিয়া হয়ে এই ঘটনা ঘটিয়েছে প্রদীপ। স্থানীয় কেউ ওর সঙ্গে আছে বলে তাঁদের ধারণা। মেয়ে শিবানীর অভিযোগ, ‘‘বেশ কয়েকজন আমাকে বিরক্ত করত। প্রদীপ তাদের মধ্যে এক জন। বছর দেড়েক ধরে ও নানা ভাবে আমাকে উত্ত্যক্ত করছে। পুলিশকে সব জানিয়েছি।’’...

এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/dFAfgAAA

📲 Get Bardhamannews on Whatsapp 💬