[bardhaman] - বধূ-মৃত্যুর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ
বধূর অস্বাভাবিক মৃত্যুর মামলায় সিবিআই নয়, সিআইডি-র হাতেই তদন্তভার রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রানিগঞ্জের ওই ঘটনায় সিআইডি-কে আগামী দু’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আদালত।
২০১৭ সালের ৫ অক্টোবর দুপুরে রানিগঞ্জে নেতাজি সুভাষ বসু রোডের কাছে বাড়িতে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় বধূ পুষ্পা ভালোটিয়ার দেহ মেলে। পুষ্পার দাদা, কলকাতার বাসিন্দা গোপাল অগ্রবাল পুলিশকে জানান, সে দিন বোনের স্বামী মনোজ ভালোটিয়া তাঁকে ফোন করে দাবি করেন, পুষ্পা আত্মঘাতী হয়েছেন।
কিন্তু গোপালবাবু মনোজ, তাঁর দাদা রাজেশ ও বৌদি সবিতার বিরুদ্ধে রানিগঞ্জ থানায় খুনের অভিযোগ করেন। পুলিশ তদন্ত শুরু করে। গত ডিসেম্বরে তদন্তভার যায় সিআইডি-র কাছে। কিন্তু এর পরে আট মাস কেটে গেলেও কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ ও সিআইডি-র বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে ফের মামলা করেন গোপালবাবু। সপ্তাহখানেক আগে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন।...
এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/SkKhTgAA