[calcutta] - ‘নিগ্রহ’ পুলিশকে, প্রতারক-সহ দু’জন ধৃত
চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে প্রতারককে আইনি চিঠি ধরাতে গিয়ে তার বাউন্সারের হাতে হেনস্থার শিকার হলেন বাগুইআটি থানার এক পুলিশ অফিসার। চিনার পার্কে সোমবার দুপুরের ওই ঘটনায় প্রতারক এবং তার বাউন্সার দু’জনকেই গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ।
কলকাতা বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল রাজীব চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ২০১৫ সালে বাগুইআটি থানায় তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়। পরের বছর আরও একটি এ ধরনের অভিযোগ পায় থানা। সেই থেকে রাজীবের খোঁজ চালাচ্ছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ। কিন্তু কিছুতেই তাকে ধরা সম্ভব হচ্ছিল না। তদন্তকারীদের একাংশের দাবি, সংস্থার অফিস বদল করায় রাজীবের নাগাল পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত চিনার পার্কে সে ‘জেট এয়ারলিঙ্ক’ নামে একটি সংস্থা চালাচ্ছে বলে খবর পায় পুলিশ।...
এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/yplM3AAA