[calcutta] - বাইক চুরি চক্রে ধৃতের কারাদণ্ড
কলকাতা থেকে চুরি করা মোটরবাইক চোরেদের কাছ থেকে কিনে তা পাচার করে দেওয়ায় অভিযুক্ত একটি চক্রের মূল পাণ্ডার সাজা ঘোষণা করল শিয়ালদহ এসিজেএম আদালত।
চলতি বছরের জানুয়ারি মাসে একটি বাইক চুরির মামলায় মাস তিনেক আগে ধরা পড়ে সমীরুল
মণ্ডল ওরফে সুমন। উদ্ধার করা হয় ৮টি চোরাই মোটরবাইক। পুলিশ জানিয়েছে, বছর চারেক আগেও সে একবার পুলিশের জালে ধরা পড়েছিল। কিন্তু দু’বছরের মাথায় জামিন পেয়ে যায় এবং বেরিয়ে ফের মোটরবাইক চুরির ছক কষার পাশাপাশি চোরাই বাইক বাংলাদেশে পাচার করতে শুরু করে।
তদন্তে গোয়েন্দারা জানতে পারেন, সমীরুল আসলে বাংলাদেশের নাগরিক। এর পরেই জানুয়ারি মাসে ফের বাইক চুরির অভিযোগ আসতে থাকে পুলিশের কাছে। সেই সূত্রেই, মানিকতলা থানার একটি মোটরবাইক চুরির মামলায় সমীরুলকে কলকাতা থেকেই মাস তিনেক আগে গ্রেফতার করে পুলিশ। ১৫ দিনের মাথায় পেশ করা হয় চার্জশিটও। সোমবার সেই মামলারই সাজা ঘোষণা...
এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/SGCoyQAA