[midnapore] - জিতল কৌশল, সহায় ভাগ্যও

  |   Midnaporenews

ভোটে জেতার পরে মাস খানেক আত্মগোপন করে ছিলেন। সেখান থেকে ফিরেই পঞ্চায়েতের প্রধান। পূর্ণিমা সিংহ মানছেন, “ভাগ্য সঙ্গে ছিল। না হলে এটা হত না।” ধেড়ুয়ায় তখন ‘জয় শ্রীরাম’ ধ্বনি ঘুরপাক খাচ্ছে, উড়ছে গেরুয়া আবির।

তবে শুধু ভাগ্য নয়, কাজে এসেছে কৌশলও। সোমবার মেদিনীপুর সদর ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হয়েছে। রাজনৈতিক মহলের নজর ছিল ধেড়ুয়ায়। কারণ, এখানে তৃণমূল-বিজেপি দু’দলই ৪টি আসনে জেতায় ‘টাই’ হয়েছিল। দল ভাঙাতে পারে তৃণমূল, এই আশঙ্কায় দলের জয়ীদের গোপন ডেরায় রেখেছিল বিজেপি। এ দিন বেলা বারোটায় বোর্ড গঠনের প্রক্রিয়া শুরুর ঠিক আগে একটি গাড়িতে বিজেপির ৪ জন জয়ী সদস্য পঞ্চায়েত কার্যালয়ে আসেন। ততক্ষণে সেখানে পৌঁছেছেন তৃণমূলের ৪ জন। অশান্তি এড়াতে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল চারপাশ। হাজির ছিলেন ডেপুটি পুলিশ সুপার উৎপল পুরকাইত। গোড়ায় প্রধান-উপপ্রধান নির্বাচনে ভোটাভুটির ফলও ‘টাই’ হয়। শেষে লটারিতে প্রধান হন বিজেপির পূর্ণিমা সিংহ আর উপপ্রধান বিজেপিরই ভবেশ বিশুই।...

এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/t8c3ewAA

📲 Get Midnaporenews on Whatsapp 💬