[nadia-murshidabad] - বাসের রডে ঝুলন্ত চালক

  |   Nadia-Murshidabadnews

যে আসনে বসে তিনি বাস চালাতেন ঠিক তার পিছনের দিকে বাসের রডের সঙ্গে গামছা দিয়ে বাঁধা অবস্থায় তাঁর মৃতদেহটি ঝুলছিল!

খালি গা, পরনে শুধু অন্তর্বাস! জামাকাপড় পড়ে রয়েছে বাসের এক পাশে। যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হয়েছে! সোমবার সকালে চালক কানাই ঘোষকে ঘুম থেকে ডাকতে এসে এই দৃশ্য দেখে আতঙ্কে কথা বন্ধ হয়ে গিয়েছিল অন্য এক বাসকর্মী নবকুমার সাঁতরার। কোনও মতে দৌড়ে তিনি খবর দেন সবাইকে। পুলিশ এসে রানাঘাট-বাগআঁচড়া রুটের ওই বেসরকারি বাস থেকে চালকের ঝুলন্ত মৃতদেহ নামিয়ে আনে। পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। তবে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, এর পিছনে বিবাহ-বহির্ভূত সম্পর্কের ঘটনা থাকতে পারে।...

এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/ff0GLwAA

📲 Get Nadia-Urshidabadnews on Whatsapp 💬