[north-bengal] - রাতের শহরে বাজার এলাকায় চলল গুলি, আতঙ্কিত স্থানীয়রা
ভরা বাজার এলাকার মধ্যে গুলির আওয়াজকে ঘিরে আতঙ্ক ছড়াল। সোমবার রাত দশটা নাগাদ শিলিগুড়ি থানার ১৮ নম্বর ওয়ার্ডের বাগরাকোটের ঘটনা। যে জায়গায় গুলি চলেছে বলে বাসিন্দারা বলছেন, সেখানে একটি ক্লাব ও শনি মন্দির রয়েছে। শনি মন্দির দিকে দুই রাউন্ড এবং একটি জেরক্সের দোকানে দিকে এক রাউন্ড গুলি চলার আওয়াজ মিলেছে বলে বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন।
ঘটনায় কেউ হতাহত না হলেও কারা গুলি চালাল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ এলাকায় তল্লাশি শুরু করেছে। কোনও দু’টি গোষ্ঠীর মধ্যে গোলমালে এই ঘটনা নাকি কোনও ব্যক্তিগত আক্রোশ থেকে ভয় দেখাতেই শূন্যে গুলি চালিয়ে এমনটা করা হয়েছে তা পুলিশ দেখছে। এলাকায় যান শিলিগুড়ি থানার আইসি দেবাশিস বসু, খালপাড়া ফাঁড়ির অফিসার সুবল ঘোষ ও অন্য অফিসাররা। তাঁরা স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেন।...
এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/87zNMgAA