[purulia-birbhum-bankura] - আজ প্রধান নির্বাচন ১১ পঞ্চায়েতে
আজ, মঙ্গলবার থেকে বাঁকুড়ায় শুরু হবে পঞ্চায়েতের বোর্ড গঠনের প্রক্রিয়া। প্রথম দিনে বোর্ড তৈরি হওয়ার কথা ১১টি পঞ্চায়েতে। তার মধ্যে দু’টির ক্ষমতায় আসতে পারে বিজেপি।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রথম দিনে বোর্ড গড়া হবে বাঁকুড়া ১, বাঁকুড়া ২ ও ইঁদপুর ব্লকের ১১টি গ্রামপঞ্চায়েতে। বাঁকুড়া ১ ব্লকের কেঞ্জাকুড়া ও জগদল্লা ১ গ্রামপঞ্চায়েতে জয়ী হয়েছে বিজেপি। ইঁদপুরের রঘুনাথপুর গ্রামপঞ্চায়েতে বিজেপি ও তৃণমূল সমান সমান আসন রয়েছে। বাকি আটটি গ্রামপঞ্চায়েতই তৃণমূলের দখলে।
গত বার বাঁকুড়া জেলার পঞ্চায়েতে বিজেপির অস্তিত্ব ছিল শুধু ওন্দা ব্লকের রামসাগরে। এ বার বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই ওই গ্রামপঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল। যদিও জেলা জুড়ে ন’টি গ্রামপঞ্চায়েত একক ভাবে জিতেছে বিজেপি।
জেলার প্রবীন বিজেপি নেতারা জানাচ্ছেন, ১৯৯৮ সাল থেকে কয়েক বার পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের তৎকালীন প্রধান বিরোধী দল তৃণমূলের সঙ্গে জোট গড়ে লড়াই করে জেলার কয়েকটি গ্রামপঞ্চায়েত দখল করেছিল গেরুয়া বাহিনী। তবে সেই জোট ভেঙে যাওয়ার পরে বিজেপির অস্তিত্বও টের পাওয়া যেত না এই জেলায়।...
এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/UhKouQAA