[west-bengal] - ‘ক্যারিয়ার’ নেই, ফাঁপরে বিমান সংস্থা
কলকাতা থেকে তাঁদের ছিল নিত্য যাতায়াত। তাঁদের পরিচিতি ‘ক্যারিয়ার’ বলে। কলকাতা, এ রাজ্য, এমনকি ভিন্ রাজ্যের যুবকদের দল কলকাতা থেকে বিস্কুট, কাসুন্দি, আচার, পাঁপড়, মশলাপাতি নিয়ে যেতেন ব্যাঙ্কক, সিঙ্গাপুর, কুনমিং, হংকং। আর সেখান থেকে কলকাতায় নিয়ে আসতেন মূলত জামাকাপড়।
সেই ক্যারিয়ারদের যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে কলকাতা থেকে। গত ২৮ জুলাই রাতে আচমকাই কলকাতা বিমানবন্দরে হানা দেয় শুল্ক বিভাগের গোয়েন্দা শাখা ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। সেই রাতে পরপর সিঙ্গাপুর, ব্যাঙ্কক, চিনের কুনমিং থেকে আসা ৪২ জন এমন ক্যারিয়ারকে ধরে শুরু হয় তল্লাশি। ১৫ জনকে গ্রেফতারও করা হয়। সে খবর ছড়াতেই ক্যারিয়ারেরা কলকাতা দিয়ে যাতায়াত কার্যত বন্ধ করে দিয়েছেন বলে খবর। এতে সমস্যায় পড়েছে মূলত বিমান সংস্থাগুলি। কারণ, ব্যাঙ্কক রুটে প্রধানত ক্যারিয়ার-যাত্রীদের উপরেই অনেকটা নির্ভরশীল বিমান সংস্থাগুলি। প্রতিটি উড়ানেই ভাল সংখ্যক ক্যারিয়ার যাতায়াত করেন।...
এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/qfd1tQAA