[west-bengal] - ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বিপুল জনসমাগম, মমতার বার্তার দিকে তাকিয়ে কর্মীরা
তৃণমূল ছাত্র পরিষদের দিবসের সভায় বিপুল জনসমাবেশ। দু-তিন দিন আগে থেকেই জেলার কর্মী সমর্থকরা শহরে পৌঁছে গিয়েছিলেন। আজ সকাল থেকে মিছিল করে তাঁরা মেয়ো রোডের সভাস্থলে আসছেন। তার জন্য মহানগরের প্রাণকেন্দ্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে।
তবে প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির মধ্যেও সংগঠনের অন্দরে কিছুটা অস্বস্তি ও বিড়ম্বনা রয়েছে। গত জুলাই মাসেই সংগঠনের রাজ্য সভাপতি পদ থেকে জয়া দত্তকে সরিয়ে দিতে বলেন স্বয়ং তৃণমূল নেত্রী। তারপর থেকে ছাত্র পরিষদের সর্বোচ্চ পদ খালিই রয়েছে। ফলে প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিও পালিত হচ্ছে মূলত যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আর ছাত্র সংগঠনের কাজকর্ম বর্তমানে নজরদারি করছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফলে দলের ছাত্র সংগঠনের প্রধান পদ নিয়ে মমতা কোনও ইঙ্গিত করেন কি না, তা নিয়েও আগ্রহ রয়েছে কর্মী সমর্থকদের মধ্যে।...
এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/P1g3VQAA