[west-bengal] - জল্পনা উস্কে তৃণমূলকে সমর্থন মৌসমদের

  |   West-Bengalnews

পঞ্চায়েত ভোটে তৃণমূল এবং বিজেপিকে রুখতে স্থানীয় স্তরে সমঝোতা করেছিল কংগ্রেস ও সিপিএম। কিন্তু বোর্ড গঠনের সময়ে জেলার ১৪৬টি ত্রিশঙ্কু পঞ্চায়েতে তৃণমূলকে সমর্থন করার সিদ্ধান্ত নিল মালদহ জেলা তৃণমূল। দলের স্থানীয় নেতৃত্বকে লিখিত ভাবে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। লোকসভা ভোট যখন অদূরে, সেই সময়ে মালদহে জেলা কংগ্রেস সভানেত্রী তথা সাংসদ মৌসম বেনজির নূরের এমন সিদ্ধান্ত নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। তাঁদের ওই সিদ্ধান্তের দায় প্রদেশ কংগ্রেস যেমন নেয়নি, তেমনই আবার জেলায় নিচু তলার কংগ্রেস কর্মীদের একাংশের মধ্যেও প্রবল প্রতিক্রিয়া হয়েছে। তাঁরা জেলা নেতৃত্বের নির্দেশ নিয়ে প্রশ্ন তুলে পাল্টা কোমর বাঁধছেন।

মৌসমের ব্যাখ্যা, “বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে রোখাই আমাদের কাছে একমাত্র লক্ষ্য। সেই বার্তা পঞ্চায়েত স্তরের নেতৃত্বকে লিখিত ভাবে দেওয়া হয়েছে। বোর্ড গঠনের ক্ষেত্রে তৃণমূল এবং আমরা পরস্পরকে সমর্থন করছি।’’ জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেই রফাসূত্র ঠিক হওয়ার কথাও স্বীকার করেছেন তিনি।...

এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/5YtJzwAA

📲 Get West-Bengalnews on Whatsapp 💬