[west-bengal] - দুই বিজেপি কর্মী খুনের জের, পুরুলিয়ায় ৩২ পঞ্চায়েতের বোর্ড গঠন স্থগিত
সোমবারের অশান্তিতে দুই বিজেপি কর্মীর মৃত্যু এবং নতুন করে গন্ডগোলের আশঙ্কায় পুরুলিয়ায় ৩২টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন স্থগিত করে দিল জেলা প্রশাসন। জেলায় বোর্ড গঠনের দিন ধার্য করা হয়েছিল ২৭ থেকে ২৯ অগস্ট। বিজেপির অভিযোগ, এই পঞ্চায়েতগুলি তৃণমূল দখল করতে পারবে না বুঝে গিয়েই বোর্ড গঠন পিছিয়ে দিয়েছে।
যদিও জেলাশাসক অলোকেশ প্রসাদ জানিয়েছেন, দু’পক্ষের সংঘর্ষের আশঙ্কাতেই বোর্ড গঠন স্থগিত রাখা হয়েছে। অন্য দিকে, মঙ্গলবারও পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে জেলায় জেলায় অশান্তি ছড়িয়েছে। গুলি-বোমার লড়াইয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জেলায়।
সোমবার পুরুলিয়ার জয়পুর ব্লকের ঘাগরা পঞ্চায়েত এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয়। এ দিন নতুন করে অশান্তি না ছড়ালেও গোটা এলাকা ছিল থমথমে। বোর্ড গঠন ঘিরে জয়পুরের মতো অশান্তি অন্য জায়গাতেও ছড়িয়ে পড়তে পারে। এই আশঙ্কাতেই ৩২টি পঞ্চায়েতের বোর্ড গঠন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।...
এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/PpHhUgAA