[west-bengal] - বিধায়কের গাড়িতে হামলা দেগঙ্গায়
শনিবার ছিল দু’পক্ষের মিলমিশ। দিন কাটতে না কাটতেই উল্টে গেল ছবিটা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দেগঙ্গা ফিরল চেনা মেজাজেই।
বোর্ড গঠন নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর মারপিট বাধে। হামলা চলে দলের বিধায়কের গাড়িতে। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দলের একটি সূত্র জানাচ্ছে, বিষয়টি দেখার জন্য জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে নির্দেশ দিয়েছেন তিনি। জ্যোতিপ্রিয় বলেন, ‘‘কংগ্রেস ও সিপিএমের প্ররোচনায় এমনটা ঘটেছে। জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সমস্যা মিটিয়ে ফেলা হবে।’’
জেলা পরিষদের বিরোধী দলনেতা সিপিএমের ইমতিয়াজ হোসেনের কটাক্ষ, ‘‘জোর করে বোর্ড দখলের পরে ক্ষমতা নিয়ে ওদের নিজেদের খেয়োখেয়ি চলছে।’’
সোমবার দেগঙ্গা ব্লকের ৭টি পঞ্চায়েতে বোর্ড গঠন ছিল। রবিবার চৌরাশি পঞ্চায়েতের সামনে শাসকদলের এক গোষ্ঠী মঞ্চ বাঁধে। অন্য গোষ্ঠী রাতের অন্ধকারে তা ভেঙে দেয় বলে অভিযোগ। এই নিয়ে রাতে দু’পক্ষের বোমাবাজি চলে।...
এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/Lu6eygAA