[calcutta] - পোস্তা-কাণ্ডে এখনও শুরু হয়নি বিচার প্রক্রিয়া
সদ্য ভেঙে পড়া মাঝেরহাট সেতু নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে কার গাফিলতিতে ওই সেতু ভেঙেছে তা নিয়ে নির্দিষ্ট করে কাউকে এখনও কাঠগড়ায় দাঁড় করানো যায়নি। এ দিকে আড়াই বছর আগে গিরিশ পার্কের কাছে গণেশ টকিজ মোড়ে ভেঙে পড়া বিবেকানন্দ উড়ালপুলের অভিযুক্তদের বিচার প্রক্রিয়া শুরু
হয়নি আজও।
বিবেকানন্দ উড়ালপুলের ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২৬ জনের। উড়ালপুল নির্মাণ সংস্থা এবং কেএমডিএ-র ১২ জনের বিরুদ্ধে কলকাতা পুলিশ প্রথমে খুনের অভিযোগে এফআইআর দায়ের করলেও, পরে অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর অভিযোগে চার্জশিট পেশ করে। লালবাজার সূত্রে খবর, ২০১৬ সালের মার্চে ওই উড়ালপুলের একাংশ ভেঙে পড়ার পরে বিশেষ একটি তদন্ত-দল তৈরি হয়েছিল। নির্মাণ সংস্থা ‘আইভিআরসিএল’-এর অফিসার-সহ ১২ জনের বিরুদ্ধে দু’দফায় দু’টি চার্জশিট পেশ হয়েছে আদালতে। এই ১২ জনকে পুলিশ ঘটনার কিছু দিনের মধ্যেই গ্রেফতার করে। পরে অবশ্য তাঁরা জামিনে ছাড়াও পেয়ে যান।...
এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/zjanQwEA