[calcutta] - বিপর্যয়ে ঘুম উড়েছে উল্টোডাঙারও
মাঝেরহাট সেতু ভাঙার পরে দুশ্চিন্তায় ঘুম নেই তার থেকে অনেক দূরের একটি এলাকার বাসিন্দাদের। কারণ তাঁদের মাথার উপরেও রয়েছে উড়ালপুল। যে উড়ালপুলের একাংশ ভেঙে পড়েছিল পাঁচ বছর আগে। বাসিন্দাদের দাবি, এই অস্থায়ী ঠিকানা করে দিয়েছে খোদ স্থানীয় প্রশাসনই। কিন্তু মঙ্গলবারের পরে আতঙ্কে দিন কাটছে উড়ালপুলের তলায় বসবাসকারী ৯০টি পরিবারের। ঘটনাস্থল উল্টোডাঙা।
২০১৩ সালের ৩ মার্চ ভোরে কেষ্টপুর খালের উপরে উল্টোডাঙা উড়ালপুলের ৪০ মিটারের একটি অংশ ভেঙে পড়ে আহত হয়েছিলেন দু’জন। পরীক্ষা-নিরীক্ষার পরে প্রায় ১৫ কোটি টাকা খরচ করে ওই ভাঙা অংশ ফের জোড়া হয়। ২০১৪ সালের পুজোর আগে ভিআইপি রোড থেকে বাইপাস অভিমুখে নতুন করে যান চলাচল শুরু হয় ওই উড়ালপুলে। তবে ওই উড়ালপুলে ভারী যান চলাচলও নিয়ন্ত্রণ করেছে প্রশাসন।...
এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/7ADtfgAA