[nadia-murshidabad] - হাসপাতালের বদলে ভরসা কলার ভেলায়
ছেলেকে নেতিয়ে পড়তে দেখেও তাঁকে বাঁচানোর মরিয়া চেষ্টা করতে হাসপাতাল পর্যন্ত পৌঁছোননি বাবা-মা। কোনও চিকিৎসকের শরণাপন্নও হননি। অথচ, তাঁরা বিশ্বাস রেখেছিলেন কলার ভেলায়!
কালীগঞ্জের ফরিদপুর গ্রাম পঞ্চায়েতের ফুলতলা গ্রামে গত রবিবার রাতে বারো বছরের সূর্য রায় মারা যায় বিষধর সাপের ছোবলে। বাবা-মা দিবাকর ও অনিমা রায়ের দাবি, কাটোয়া হাসপাতালে ছেলেকে নিয়ে যাওয়ার পথেই তাঁরা বুঝতে পারেন, সূর্যর দেহে আর প্রাণ নেই। তাই হাসপাতালে যাননি। মাঝপথ থেকে বাড়ি ফিরে এসেছিলেন। সোমবার সকালে কলার ভেলা সাজিয়ে তাতে ভাসিয়ে দিয়েছিলেন ছেলের দেহ। আশা ছিল, মঙ্গলকাব্যের লখিন্দরের গল্পের মতো তাদের ছেলেও ভেলায় ভাসতে-ভাসতে বেঁচে উঠবে। বুধবার সেই ভেলা গিয়ে আটকায় হুগলি জেলার চন্দননগরের রানির ঘাটে। বালকের মৃতদেহে ততক্ষণে পচন ধরতে শুরু করেছে। সেখান থেকেই খবর দেওয়া হয় নদিয়া পুলিশকে।...
এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/Wir2qQAA