[north-bengal] - আজ মিছিল কলকাতায়
দাবি আদায়ে আজ, বৃহস্পতিবার কলকাতার রাজপথে মহামিছিল করবে মালদহের গনি খান চৌধুরী নামাঙ্কিত ইঞ্জিনিয়ারিং কলেজের (জিকেসিআইইটি) পড়ুয়ারা। কলকাতা থেকে পড়ুয়ারা জানিয়েছে, তাঁদের আন্দোলনস্থল আকাদেমির সামনে থেকে বেলা দুটোয় মহামিছিল শুরু হবে এবং তা যাবে রাজভবনের দিকে। মিছিল থেকেই পাঁচ জন ছাত্র প্রতিনিধি বিকেল চারটেয় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সঙ্গে দেখা করবেন। মহামিছিলে তাঁরা তো বটেই, এমনকি কলকাতা ও সংলগ্ন একাধিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও বিশিষ্ট জনেরাও হাঁটবেন। মিছিল যদি মাঝপথে আটকে দেওয়া হয়, তবে তাঁরা সেখানেই দাবি নিয়ে সোচ্চার হবেন বলে জানান পড়ুয়ারা। মহামিছিলকে সফল করতে বুধবার পড়ুয়ারা কলকাতায় প্রচার চালান। এ দিকে, মিছিলে অংশ নিতে এ দিন মালদহ থেকেও অনেক ছাত্রছাত্রী কলকাতায় রওনা হয়েছেন।...
এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/Swmo3QAA