[north-bengal] - হোয়াট্‌সঅ্যাপে বার্তা, দেহ মিলল তরুণের

  |   North-Bengalnews

এক যুবকের দেহ উদ্ধার হল জলপাইগুড়ির একটি হোটেল থেকে। সেই সঙ্গে পাওয়া গেল একটি ‘সুইসাইড নোট’। তার প্রথমেই তিনি লিখেছেন, ‘‘আমায় কেউ বুঝল না।’’ জানিয়েছেন, প্রেমিকার ১৮ তম জন্মদিনে জীবনের শ্রেষ্ঠ উপহার ‘জীবন’টাই দিয়ে দেওয়া। প্রেমিকার বাবা-মা’র প্রতি তাঁর বার্তা, ‘‘এরপরে সন্তান হলে তার সঙ্গে এমন কোরো না।’’

বুধবার জলপাইগুড়ি শহরের কদমতলায় একটি হোটেলে ঘর থেকে উদ্ধার হয় বছর কুড়ির ওই যুবকের ঝুলন্ত দেহ। শিলিগুড়ির একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি। বাড়ি ধূপগুড়ির শালবাড়িতে। বাবা শিক্ষক, মা অঙ্গনওয়ারি কর্মী।

মৃত তরুণের বন্ধুদের কথায়, দিনপাঁচেক ধরে হোয়াট্সঅ্যাপে নানারকম ‘স্ট্যাটাস’ দিচ্ছিলেন তিনি। জীবন নিয়ে হতাশা আর তার জন্য আত্মহত্যার সম্ভাবনার কথা লেখা ছিল সেই স্ট্যাটাসগুলিতে। শুক্রবার বাড়ি থেকে বেরিয়ে যান। রাতটা ধূপগুড়িতেই এক বন্ধুর বাড়িতে কাটিয়ে চলে আসেন জলপাইগুড়ি। সোমবার ওই হোটেলে ওঠেন। বন্ধুরা জানত জলপাইগুড়ির কোনও একটি হোটেলে রয়েছেন তিনি। মঙ্গলবার রাত ১১টা ৪৪-এ ওই তরুণ হাতে ব্লেড ধরা ছবির স্ট্যাটাস দেন হোয়াট্সঅ্যাপে। তার মিনিট কয়েক পর ১২টা ১-এ দেওয়া স্ট্যাটাসে লেখা ছিল ‘কাউন্টডাউন শুরু।’ সেটা চোখে পড়েছিল বাড়ির লোকেদের। চোখে পড়েছিল বন্ধুদেরও। কিন্তু লাগাতার ফোন করা হলেও ফোন তোলেননি।...

এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/lrVT-wAA

📲 Get North-Bengalnews on Whatsapp 💬