[purulia-birbhum-bankura] - কাঁপছে সেতু, শিউরে উঠছে বাঁকুড়া

  |   Purulia-Birbhum-Bankuranews

অনবরত কেঁপে চলেছে। বছর বছর বন্যায় ফুঁসে ওঠা নদীর স্রোতের ধকল তো নিতে হচ্ছেই। তার উপর মাসখানেক ধরে পাশের কজওয়ে ভেঙে পড়ায় এখন দ্বিগুণ যানবাহনের ভার নিতে হচ্ছে গন্ধেশ্বরী সেতুকে। কলকাতায় মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পরে এখন বাঁকুড়া-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের গন্ধেশ্বরী সেতুর স্বাস্থ্য কতটা ভাল, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে বিভিন্ন মহলে। অনেকেই দাবি করছেন, যানবাহনের চাপ বেড়ে যাওয়ার পরে এই সেতু কতটা পোক্ত তা যাচাই করা খুবই প্রয়োজনীয়। শীঘ্রই প্রশাসন তা খতিয়ে দেখুক। যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, ওই সেতুতে কোনও সমস্যা নেই।

এত দিন, দুর্গাপুর, রানিগঞ্জমুখী কিছু বাস ও যানবাহন বাঁকুড়া শহর থেকে বের হওয়ার সময় সতীঘাটের কজওয়ে দিয়ে যেত। শহরে ঢুকত গন্ধেশ্বরী সেতু দিয়ে। কিন্তু, বন্যায় কজওয়ে সংলগ্ন রাস্তা অনেকখানি ভেঙে যাচ্ছিল। বন্যায় ভাঙে কজওয়ে লাগোয়া নদী পাড়ের আশপাশের এলাকাও। এ বারও বন্যায় ব্যাপক ক্ষতি হয়। তাই কজওয়েটি ভেঙে সেতুর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সে কারণে সমস্ত গাড়ি এখন গন্ধেশ্বরী সেতু দিয়ে যাতায়াত করছে।...

এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/Nrls2gAA

📲 Get Purulia-Birbhum-Bankuranews on Whatsapp 💬