[purulia-birbhum-bankura] - শিক্ষক দিবসে সংবর্ধনা পড়ুয়াদেরও

  |   Purulia-Birbhum-Bankuranews

শিক্ষক দিবস পালনের মঞ্চে ছাত্র ও শিক্ষকদের সংবর্ধনা জানাল দুবরাজপুর পুরসভা। পুরসভার বক্তব্য, ২০০৪ সাল থেকে এ ভাবেই দিনটি পালন করা হচ্ছে। বুধবার সকালে অনুষ্ঠান হয় দুবরাজপুরের নবমির্মিত লোকমঞ্চ অডিটরিয়ামে। শহরের ১২ জন অবসরপ্রাপ্ত শিক্ষক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ৭৩৩ জন পড়ুয়াকে এক মঞ্চে সংবর্ধনা জানানো হয়। পুরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ-পুরপ্রধান মির্জা সৌকত আলি ও অন্যান্য পরপ্রতিনিধি উপস্থিত ছিলেন। ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী ও বিধায়ক নরেশ বাউড়ি। পুরপ্রধান বলেন, ‘‘শিক্ষক দিবস শুধু শিক্ষকদের জন্যই নয়, এই দিনটি পড়ুয়াদেরও। সে কথা মনে রেখেই অনুষ্ঠানের রূপরেখা ঠিক করা হয়।’’ এ দিন পড়ুয়াদের জন্য একটি ‘জিওগ্রাফিক ল্যাব কাম মিউজিয়াম’-এর উদ্বোধন করা হয় দুবরাজপুর চিনপাই উচ্চবিদ্যালয়ে। কালপুরুষ, সপ্তর্ষিমণ্ডল সহ চিহ্নিত বিভিন্ন তারার আকাশে অবস্থান কোথায়, তা জানাতে বিশাল ছবি, বিভিন্ন রকমের শিলাখণ্ড রাখা হলেও মিউজিয়ামের মূল আকর্ষণ পৃথিবীর ২০১টি দেশের জাতীয় পতাকা। সেটির উদ্বোধন করেন শান্তিনিকেতন পাঠভবনের প্রাক্তন অধ্যক্ষ চঞ্চল বন্দ্যোপাধ্যায়।...

এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/RoJeJQAA

📲 Get Purulia-Birbhum-Bankuranews on Whatsapp 💬