[west-bengal] - আজ বেরা পরব

  |   West-Bengalnews

অনেকে বলেন, বাংলা নববর্ষ পালন নাকি ধর্ম সস্প্রদায় নির্বিশেষ সব বাঙালির উৎসব। বহুল প্রচারিত ওই উৎসবের আড়ালে বাংলা ও উর্দুভাষী বাঙালি যুগ যুগ ধরে আরও একটি উৎসব পালন করে আসছে। বাংলার নবাবদের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত সেই উৎসবের নাম বেরা ভাসান।

বাংলার নবাবেরা সিয়া সম্প্রদায়ের মুসলিম ছিলেন। মুসলিম ধর্মে কোনও দেবদেবীর অস্তিত্ব না থাকলেও ব্যতিক্রম কেবল নবাবদের চালু করা জলদেবতা খাজা খিজির। দিল্লির বাদশাকে নদীপথে কর দিতে যাওয়ার আগে জলদেবতাকে তুষ্ট করতে মুর্শিদাবাদের প্রথম নবাব মুর্শিদকুলি খাঁ বেরা উৎসবের সূচনা করেন লালবোগে। ৩১৫ বছর আগে লালবাগের ভাগীরথীতে ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার সন্ধ্যায় এলাহি আয়োজনে আলোকোজ্জ্বল কলার ভেলা ভাসিয়ে বেরা উৎসবের সূচনা করেন তিনি। ইংরেজ আমলেও অনেক বছর ধরে বেরা উৎসবে নবাবি জৌলুস অটুট ছিল। পরে জৌলুস কমলেও লক্ষাধিক লোকের সমাবেশে ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার সেই উৎসবের ট্রাডিশন চলে আসছে। এ বারই কেবল ব্যতিক্রম।...

এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/ddS4owAA

📲 Get West-Bengalnews on Whatsapp 💬