[west-bengal] - ঢুকছেন অভিষেক, ব্যাপক পুলিশি ঘেরাটোপে আমডাঙা

  |   West-Bengalnews

নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে আমডাঙায় ঢুকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে সঙ্গে নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক মিছিল শুরু করতে চলেছেন রাজনৈতিক হিংসায় থমথমে হয়ে থাকা এলাকায়। মিছিল শেষে বহিছগাছিতে সভাও করবেন তিনি। র‌্যাফ, কমব্যাট ফোর্স সঙ্গে নিয়ে আমডাঙায় হাজির থাকছেন খোদ পুলিশ সুপার সি সুধাকর।

সপ্তাহ দেড়েক আগে বোমা-গুলিতে প্রবল ভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার আমডাঙা। পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে এলাকার দখল হাতে রাখাকে কেন্দ্র করেই গোলমালের সূত্রপাত। ভয়াবহ হিংসায় অন্তত ৩ জনের মৃত্যু হয়। জখম হন ১০ জন। সেই থেকেই থমথমে গোটা এলাকা। পুলিশি তৎপরতা বেড়েছে আমডাঙায়। রোজ অস্ত্র উদ্ধার হচ্ছে নানা এলাকা থেকে। চলছে ধরপাকড়ও।...

এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/JA-INgAA

📲 Get West-Bengalnews on Whatsapp 💬