[24-paraganas] - পানিহাটির বাড়ি থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

  |   24-Paraganasnews

হোম ডেলিভারির কর্মী এসে বারবার ডেকেছেন। ডাকাডাকি করেছেন বাড়িওয়ালাও। তাঁর সাড়া পাননি কেউই। শেষে ভেজানো দরজা খুলে বিছানার উপরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মিলল সেই প্রৌঢ়ের দেহ। বৃহস্পতিবার সকালে এমনই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে পানিহাটির শান্তিনগরে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ।

মৃত প্রৌঢ়ের নাম প্রতুল চক্রবর্তী (৫২)। স্থানীয়েরা জানান, পানিহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাঠপোল শান্তিনগর এলাকার বাসিন্দা শ্যামল মজুমদারের বাড়িতে তিন দিন আগে ভাড়া এসেছিলেন ওই প্রৌঢ়। পুলিশ জানায়, এ দিন সকালে টিফিন কৌটো নিতে আসেন হোম ডেলিভারির এক কর্মী। তিনি ডাকাডাকি করলেও প্রতুলবাবু সাড়া দেননি। এর পরে ওই কর্মী শ্যামলবাবুকে বিষয়টি জানান। ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করেন তিনিও। তদন্তে পুলিশ জেনেছে, হঠাৎ শ্যামলবাবু এবং ওই কর্মী খেয়াল করেন প্রতুলবাবুর ঘরের দরজা ভিতর থেকে আটকানো নেই, ভেজানো রয়েছে মাত্র। এর পরেই দরজা খুলে তাঁরা প্রৌঢ়ের ওই অবস্থা দেখতে পান। খবর পেয়ে খড়দহ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।...

ফটো - http://v.duta.us/UzBoXAAA

এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/tOA78wAA

📲 Get 24-Paraganasnews on Whatsapp 💬