[west-bengal] - সংগঠনে পেশাদারিত্ব নেই, বৈঠকে বললেন বিজেপি নেতা

  |   West-Bengalnews

দলের সংগঠনের মাথা ভারী হয়ে গিয়েছে। বুথ থেকে শুরু করে দলের বিভিন্ন স্তরে অসংখ্য পদাধিকারী আছেন। কিন্তু তাঁদের কাজ নির্দিষ্ট নয়। ফলে লোকসভা ভোটের আগে সংগঠনে আরও পেশাদারিত্ব আনা দরকার। বৃহস্পতিবার জাতীয় গ্রন্থাগারে বিজেপির এক বৈঠকে এ ভাবেই নিজেদের সমালোচনায় মুখর হলেন তৃণমূল থেকে বিজেপিতে আসা দলের এক শীর্ষ নেতা।

সম্প্রতি গুজরাতে দলের সর্বভারতীয় মহিলা মোর্চার কনভেনশনে যোগ দেওয়ার কথা ছিল ওই মোর্চার রাজ্য নেতৃত্ব-সহ প্রায় ৫০০ কর্মীর। কিন্তু স্টেশনে গিয়ে তাঁরা দেখেন, ট্রেনে আসন সংরক্ষণ করা নেই। এমনকি, বিশেষ ট্রেন বা কামরার ব্যবস্থাও করতে পারেননি দলীয় নেতৃত্ব। তা নিয়ে দলের একাংশ যথেষ্ট ক্ষোভও প্রকাশ করে। দলীয় সূত্রে খবর, এ দিনের বৈঠকে সে প্রসঙ্গ তুলে ওই নেতাই জানান, কার কী কাজ, তা নির্দিষ্ট থাকলে এমন গোলযোগ হত না। ভবিষ্যতে দলের বিভিন্ন মোর্চার বিষয়ে নেতৃত্বের আরও সতর্ক থাকা উচিত।...

ফটো - http://v.duta.us/7N6yCgAA

এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/VfhlYwAA

📲 Get West-Bengalnews on Whatsapp 💬