[bardhaman] - বন্ধুর মৃত্যুর তদন্ত চেয়ে অধ্যক্ষের ঘরে বিক্ষোভ

  |   Bardhamannews

পরীক্ষা হলে মানসিক নির্যাতনের জেরে সহপাঠীর মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ করেছিলেন ছাত্রছাত্রীরা। বর্ধমান ডেন্টাল কলেজের বিভাগীয় প্রধানদের বিরুদ্ধে থানায় অভিযোগও করেছিল ছাত্র সংসদ। এ বার ওই অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে দাবি করে ফের বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। বৃহস্পতিবার টানা পাঁচ ঘণ্টা অধ্যক্ষের সামনে বসে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভের জেরে অধ্যক্ষের ঘরে আটকে ছিলেন আট শিক্ষকও।

কলেজের বিভাগীয় প্রধানেরা এ নিয়ে কোনও কথা বলতে চাননি। অধ্যক্ষ জীবন মিশ্র বলেন, ‘‘যা বলার পরে বলব।’’ পরে অবশ্য আর ফোন ধরেননি তিনি। এসএমএস-এরও জবাব দেননি।

বিক্ষোভকারীদের দাবি, ৫ ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় হুগলির রিষড়া থেকে পরীক্ষা দিতে এসেছিলেন স্বাতী সিংহ। কিন্তু সহানুভূতি তো দূর, উল্টে তাঁর উপর মানসিক নির্যাতন করা হয়। পরীক্ষা হলে স্বাতী বারবার বমি করলেও তাঁকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। বিকেলে বাড়ি ফিরে কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি হন তিনি। পরের দিন তাঁর মৃত্যু হয়। ওই দিন বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছিলেন অধ্যক্ষ।...

ফটো - http://v.duta.us/uyW9SQAA

এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/g0N_gQAA

📲 Get Bardhamannews on Whatsapp 💬