[howrah-hoogly] - বেআইনি ভাবে মজুত আটা উদ্ধার, গ্রেফতার

  |   Howrah-Hooglynews

হাওড়া জেলায় বেআইনি ‘আটাচক্র’ ভাঙতে মাঠে নামল প্রশাসন। মঙ্গলবার রাতে উলুবেড়িয়ার ফতেপুরে একটি গুদামে হানা দিয়ে পুলিশ কয়েকশো বস্তা আটা এবং গম আটক করেছে। গ্রেফতার করা হয়েছে গুদাম-মালিক আজিজুল মণ্ডলকে। গুদামটিও ‘সিল’ করা হয়েছে। পুলিশ হানা দেওয়ার সময়ে আটা এবং গম একটি ট্রাকে বোঝাই করা হচ্ছিল। ট্রাকটিও পুলিশ কে বাজেয়াপ্ত করে। পুলিশের অনুমান, ওই আটা রেশন দোকান থেকে গরিব মানুষের দেওয়ার কথা ছিল। কারণ, আটার বস্তায় ‘ভারত সরকারের জাতীয় খাদ্য সুরক্ষা আইন’ লেখা ছিল।

জেলা খাদ্য দফতরের এক পদস্থ কর্তা জানান, মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের খবর দেওয়া হয় যে ফতেপুরে একটি গুদামে বেআইনি ভাবে আটা মজুত করা হচ্ছে। তারপরেই জেলা খাদ্য দফতর উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করে। হাওড়া (গ্রামীণ) জেলা পুলিশের এক কর্তা জানান, গুদামটির মালিক রেশন ডিলার বা ডিস্ট্রিবিউটর নন। তা সত্ত্বেও বেআইনি ভাবে অত আটা কী ভাবে গুদামে মজুত করা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে ওই আটা এসেছিল এবং কোথায় পাঠানো হচ্ছিল সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। আরও কেউ জড়িত থাকলে তাকেও ধরা হবে। উল‌ুবেড়িয়ার মহকুমাশাসক তুষার সিংলা বলেন, ‘‘কোথাও বেআইনি ভাবে আটা মজুত করা হচ্ছে, এই খবর পাওয়া গেলেই সেখানে হানা দেওয়া হবে।’’...

ফটো - http://v.duta.us/2mBRqQAA

এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/mkj7vwAA

📲 Get Howrah-Hooglynews on Whatsapp 💬