[north-bengal] - ডাকাতির অভিযোগে ধৃতদের সঙ্গে নেতাদের ছবি, বিতর্ক

  |   North-Bengalnews

নেতাদের সঙ্গে ডাকাতির অভিযোগে ধৃতদের ছবি নিয়ে জেলার রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। কারও সঙ্গে ছবি রয়েছে সাংসদ পার্থপ্রতিম রায়ের। কাউকে তৃণমূলের ব্লক সভাপতি মির হুমায়ুন কবীরের গাড়িতে করে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। অভিযোগ, দিন দু’য়েক আগে এমনই একাধিক যুবক ডাকাতির জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হতেই ধরা পড়ে পুলিশের হাতে। শুধু তাই নয়, দিনহাটার থেকে অস্ত্র-সহ গ্রেফতার হয়েছে এক যুবক। তাকেও তৃণমূল বিধায়ক উদয়ন গুহের সভায় দেখা গিয়েছে বলে অভিযোগ।

এই নিয়ে কোচবিহারের রাজনীতিতে চাপানউতর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, দুষ্কৃতীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূল অবশ্য পাল্টা দাবি করেছে, বিজেপিতেই রয়েছে প্রচুর দুষ্কৃতী। দুই তরফেই অস্ত্র উদ্ধারের দাবি করা হয়েছে।...

ফটো - http://v.duta.us/sDQ-DQAA

এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/_nWaAwAA

📲 Get North-Bengalnews on Whatsapp 💬