[west-bengal] - হুড়মুড়িয়ে ঢুকে গুলি চালিয়ে দিল ছেলেগুলো

  |   West-Bengalnews

রাত প্রায় আটটা।

অন্য দিনের মতোই বগুলা শ্রীকৃষ্ণ কলেজের সামনে দোকান ঘরে খোলা নিজের দলীয় কার্যালয়ে এসেছেন তিনি। রোজই তাঁর আসার আগে এসে ভিড় জমান ঘনিষ্ঠেরা। সে দিন সেই ভিড়টা নেই। কেমন যেন ফাঁকা-ফাঁকা।

দুরে দাঁড়িয়ে গল্প করছে তাঁর ছেলে আর গাড়ির চালক। রাস্তার দিকে মুখ করে রিভলভিং চেয়ারে বসে উপস্থিত কর্মীদের সঙ্গে টুকটাক কথা বলছেন হাঁসখালি ব্লকের দোর্দান্ডপ্রতাপ নেতা দুলাল বিশ্বাস। আচমকা জনা পাঁচেক যুবক হুড়মুড় করে ঢুকে পড়ে ভিতরে। কেউ কিছু বুঝে ওঠার আগেই গুলি ছিটকে আসে— ফট ফট ফট... রক্ত ছিটকে ওঠে। লুটিয়ে পড়েন দুলাল।

এতই আকস্মিক এই হামলা, ঘরে উপস্থিত কেউ প্রায় নড়তেই পারেননি। সেই সুযোগে পাশের গলি দিয়ে রেলের ঝুপড়ির পাশ দিয়ে অন্ধকারে মিলিয়ে যায় আততায়ীরা। যাওয়ার আদে দুটো আগ্নেয়াস্ত্র ফেলে রেখে যায় রাস্তায়। রক্তাক্ত দুলালকে পাশেই বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, আর কিছু করার নেই।...

ফটো - http://v.duta.us/gfDynwAA

এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/S3MPYwAA

📲 Get West-Bengalnews on Whatsapp 💬