[north-bengal] - বারোটি গ্রামে প্রচার সেলিমের

  |   North-Bengalnews

চায়ের আড্ডায় প্রচার চালালেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী তথা সিপিএমের বিদায়ী সাংসদ মহম্মদ সেলিম। মঙ্গলবার সাত সকালে গোয়ালপোখরের লোধন বাস স্ট্যান্ডে হাজির হন তিনি। কর্মীদের নিয়ে একটি চায়ের দোকানে বসে পড়েন। ছিলেন জেলা সিপিএমের সম্পাদকমণ্ডলীর সদস্য তহিদুর রহমান ও পঙ্কজ সিংহ। সেলিম এ দিন বলেন, ‘‘চায়ের দোকানে আড্ডা বাঙালির পুরানো অভ্যাস। এখানে অনেক কিছু জানা যায়।’’

উত্তর দিনাজপুরের গোয়ালপোখর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির খাসতালুক। মঙ্গলবার সেখানে পাড়ায় পাড়ায় হাতে মাইক হাতে প্রচার করলেন প্রার্থী সেলিম। প্রথমে তিনি পৌঁছন গোয়ালপোখরের চান্দাভিটা গ্রামে। সেখানকার বাসিন্দা, ধোকরা শিল্পীরা নিজেদের অভাব-অভিযোগের কথা জানান প্রার্থীকে। প্রার্থী সেলিমও সেখানে বসে মুড়ি খেতে খেতে শিল্পীদের সমস্ত অভিযোগ শোনেন।...

ফটো - http://v.duta.us/9lp2pQAA

এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/05aY2gAA

📲 Get North-Bengalnews on Whatsapp 💬