[howrah-hoogly] - এ কিসের শাস্তি পেলাম!

  |   Howrah-Hooglynews

যমজ নাতি-নাতনির জন্য তারাপীঠে পুজো দেওয়ার মানত করেছিলাম। ঈশ্বর যে এই শাস্তি দেবেন, কে জানত!

শনিবার রাত তখন সাড়ে ন’টা। গাড়ির একেবারের পিছনের সিটে বসেছিলাম। জোরে ব্রেক কষার সঙ্গে সঙ্গেই বিকট আওয়াজ। আমাদের গাড়িটা নীচের দিকে নেমে গেল যেন! অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। চালক কী অবস্থায় ছিলেন, কী ভাবেই বা দুর্ঘটনা ঘটল তখন বুঝতে পারিনি। তবে এটুকু বুঝতে পারছিলাম, বড়সড় কোনও দুর্ঘটনায় পড়েছি। আতঙ্কে প্রথমে কয়েক সেকেন্ডের জন্য আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। সংবিত ফিরতে দেখি, আমার পাশের সিটে বসা ছোট বৌমা আর তাঁর দেড় বছরের মেয়ে কান্নাকাটি করছে। আমিও চিৎকার জুড়ে দিলাম। আমার বিশেষ চোট লাগেনি। মিনিট দশেক পরে স্থানীয়েরা এসে আমাদের উদ্ধার করে গাড়িতে করে কাছাকাছি একটি নার্সিংহোমে নিয়ে যান।...

ফটো - http://v.duta.us/UsP9VgAA

এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/RBJ-OQAA

📲 Get Howrah-Hooglynews on Whatsapp 💬