[calcutta] - বরাহনগরে আগুন, বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কিত বাসিন্দারা

  |   Calcuttanews

বরাহনগরের বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের উপর ডান মোড়ের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ মেট্রো প্রকল্পের কাছে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আগুনের মধ্যে বিস্ফোরণের বিকট শব্দও শোনা যায়। বরাহনগরে মেট্রো প্রকল্পের কাজ যেখানে চলছে, তার আশপাশেই রয়েছে একাধিক ঝুপড়ি।

ওই ঝুপড়ি থেকেই আগুন লেগেছে, না কি মেট্রো প্রকল্পের মধ্যে থেকে আগুন ছড়িয়ে পড়েছে, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছ গিয়েছে দমকলের ৫ ইঞ্জিন। আরও ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এমনিতে ওই এলাকা ঘনবসতি রয়েছে। ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দমকল ছাড়াও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন।...

ফটো - http://v.duta.us/84zIYwAA

এখানে সম্পূর্ণ সংবাদ পড়ুন— - http://v.duta.us/1OKu5gAA

📲 Get Calcuttanews on Whatsapp 💬